দূনীতি হলো উইপোকার সরূপ সেই দুনীতি ধ্বংস চায় বাংলাদেশ।

বাংলাদেশে অনেক দিক থেকে বিবেচনা করে বলা হয়েছে যে, দুনীতি হলো বাংলাদেশের সকল উন্নতি ধ্বংসের মূল। শুধু দুনীতি না তার সাথে আর তিনটি কারন চিহ্নিত করা হয়েছে। সেই কারণ গুলো জঈিবাদ,সন্তাসবাদ, মাদক আর আগুলোর উদে রয়েছে দুনীতি। এই চারটি কারনকে বাংলাদেশের সরকার শেখ হাসিনা দেশের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন এবং দেশের উন্নতির ধ্বংসের কারণ বলে তিনি জানান।আর দেশকে দূনীতির হাত থেকে রক্ষা করার দায়িত্ব কেবল সটকারের তা নয়।দেশকে দুনীতি হাত থেকে রক্ষা করতে দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। এবং সরকার শেখ হাসিনা দূনীতিকে উইপোকার সঙ্গে তুলনা করেছেন। উইপোকা যেমন গাছের ভিতরকে শেষ করে দেয়ে বাহির ভালো রাখে। ঠিক তেমনি দূনীতি ও তার সরূপ বলে তিনি জানান।
বতমানে মাদকের সংখ্যা অনেক বেশি। মাদকাসক্তের আসক্ত প্রায় ৭০ লাখ। যার কারণে বাংলাদেশের উন্নতি ধ্বংস হচ্ছে। বাংলাদেশের মাুনষকে দূনীতি অনেক দিক থেকে গ্রাস করে ফেলেছে। বাংলাদেশ দূনীতি তিন ধরনের বড়, ছোট ও নীতিগত দূনীতি। বড় কাজে হয় বড় দূনীতি। ছোট কাজে ছোট দূনীতি। আর দেশে এমন আরও মানুষ আছে যারা দেশের নীতিমালা মেনে চলে না সেটা হলো নীতিগত দূনীতি। যেমন সরকারি হাসপাতালে চিকিৎসা করা হয় ঠিক কিন্তু তা গুরুত্ব অনুসারে করা হয় না।আর যখন পাইবেট হসপিটালে চিকিৎসা করা হয় অনেক গুরুত্ব সহকারে করা হয় সেটা বড় দূনীতি। দূনীতি বড় হওউক আর ছোট হওউক সেটা বড় নয় দূনীতি পতিরোদ করতে দেশের সব মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই দূনীতি ধ্বংস করা সম্ভব বলে বাংলাদেশের সরকার শেখ হাসিনা সেই কথা তিনি জানান।

Comments

Popular posts from this blog

সৌদিতে আপন বগ্নিপতিকে শালা ও আপন মামাত ভাই মিলে চুরিআঘাতে হত্যা।

Khulna court finishes and punishes vendors for raising onion pricesবিক্রেতা পিয়াজের দাম বাড়ানোর ফলে খুলনার আদালত বিক্রেতাদের জমানা ও শাস্তি