সৌদিতে আপন বগ্নিপতিকে শালা ও আপন মামাত ভাই মিলে চুরিআঘাতে হত্যা।

সিংচাপইড ইউনিয়নের বানিকান্দি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে একরাম আলীর ভাতিজা জুনেদ আহমেদকে সৌদি আরবের নাজরানে গত ২৮ শে সেপ্টেম্বর রাত আনুমানিক ১২ টার দিকে তাকে বাসা থেকে ঢেকে নিয়ে তারই আপন মামা তো ভাই। তার মামাতো ভাই আর বুরহান নামক এক জানুআর দুজে হত্যা করেন জুনেদ আহমেদকে।রাত গভীর হলে না পেয়ে লোকজন চারিদিকে ফোনে যুগাযুগ সহ বাহিরে খুঁজাখুঁজি শুরু করে। তখন তাদের সাথে ওই হত্যা কারী দুইজন ও ছিল। লোকজন দুই হত্যা কারির গায়ে রক্তের দাগ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয় এবং সেখানে তাকা নিহতের চাচা রহমত আলীর নিদর্শে আপন দুই ভাই সহ তিনজনকে উপস্থিত থাকা সবাই মিলে ধরে পুলিশকে খবর দেন। বতমানে হত্যাকারীরা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
নিহিত জুনেদ আহমেদ এর এক ছেলে আর এক মেয়ে আছে। তিনি প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন।তার আপন মামাতো ভাই ও চাচা সশুরের ছেলে সালাকে তিনি নিজেই সৌদি আরবে এনেছেন। ঘটনার মূল কারণ কী তা এখন ও জানা যায় নি।এখন বতমানে হত্যাকারীদের আদালত কোনো সাজা দেয় নি তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যেহেতু এই ঘটনাটি নিজেদের মধ্যে ঘটেছে সেই কারণে পুলিশ তদন্তর করছে এখন ও তাদের শাস্তি কখন হবে পাবলিক এখনো তা জানতে পারে নি।

Comments

Popular posts from this blog

দূনীতি হলো উইপোকার সরূপ সেই দুনীতি ধ্বংস চায় বাংলাদেশ।

Khulna court finishes and punishes vendors for raising onion pricesবিক্রেতা পিয়াজের দাম বাড়ানোর ফলে খুলনার আদালত বিক্রেতাদের জমানা ও শাস্তি